ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

দেহ সম্পর্কে অজানা কিছু তথ্য 

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:২১, ২৮ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

 

আজ আমরা আমাদের এই প্রতিবেদন থেকে মানব দেহ সম্পর্কে চমকপ্রদ অজানা কয়েকটি তথ্য জানবো যা আগে হয়তো জানতাম না-

১। পুরুষদের থেকে মহিলারা প্রতিদিন বেশি চুল হারান। প্রতিদিন পুরুষেরা হারান ৪০টার মতো চুল আর মহিলারা হারান ৭০ টার মতো চুল।

২। মানুষের শরীরের রয়েছে প্রচুর পরিমাণে লবণ। মানুষের শরীরের রক্তে লবণের পরিমান একটা সাগরে থাকা লবনের সমান।

৩। মানুষ রাতের থেকে সকালে তুলনামূলক বেশি লম্বা হয়ে যায়।

৪। মানুষের শরীরের হৃদপিন্ডের প্রতিদিনের গড় রক্তসঞ্চালনের পরিমাণ ১০০০ বার।

৫। আমাদের চোখের পাপড়ির আয়ুকাল মাত্র ১৫০ দিন। মানুষের চোখের ভ্রুতে চুলের পরিমাণ প্রায় ৫০০’র মত।

৬। একজন মানুষের শরীরে গড় নার্ভের পরিমাণ গড়ে প্রায় একশো বিলিয়ন।

৭। বিশ্বাস না হলে মিলিয়ে দেখুন। মানুষ চোখ খোলা রেখে কখনই হাঁচি পারে না।

৮। একজন মানুষের শরীরে হাড় জমাট বাঁধা কংক্রিটের চেয়ে অনেক বেশি শক্ত।

৯। ছোটদের জন্য বসন্তকালটা অনেক গুরুত্বপূর্ণ কারণ তারা বসন্তকালে সময়ে সবচেয়ে বেশি বেড়ে উঠে।

১০। মানুষের মাথার খুলি বিভিন্ন রকমের ২৬ টি হাড় দিয়ে তৈরি।

১১। আমাদের শরীরের ভিতরের সমস্ত যন্ত্রাংশ কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যায় যখন আমরা হাঁচি দিই। এমনকী, আমাদের হৃদয়ও।

১২ জিভ শুধু স্বাদ গ্রহণ আর উচ্চারণে নয়, মানুষের শরীরের সবচেয়ে শক্তিশালী একটি পেশীও।

১৩। স্বাভাবিক একজন মানুষ দৈনিক ছয়’বার মূত্রত্যাগ করেন।

১৪। মানুষের মুখ থেকে পেটে খাবার যেতে সময় লাগে মাত্র ৭ সেকেন্ড।

১৫। হাঁচির সময় মানুষের নাক থেকে যে বাতাস বের হয় তার গতিবেগ ১০০ কিমি।

১৬। উরুর পেশী আপনার শরীরের সবচেয়ে বড় পেশী। মানুষের দেহের সবচেয়ে ছোট হাড় হল কানের হাড়।

আরএডব্লিউ/আরএডব্লিউ